রিচার্ড ভাগনার একজন বিখ্যাত জার্মান গীতিকার, লেখক, সুরকার ও অর্কেস্ট্রা গায়ক। তিনি একজন অত্যন্ত প্রথিতযশা জার্মান জাতিবাদী ছিলেন। তাঁর নানা গান ও কম্পোজিশন এখনো জগদ্বিখ্যাত। কিন্তু তিনি ছিলেন এন্টি সেমিটিক তথা ইহুদিবিদ্বষী। লেখায় ইহুদিবিদ্বেষ থাকলেও আজীবন ভাগনারের অনেক ইহুদি বন্ধু ছিল। তাঁর অনেক লেখনীতেও তা স্পষ্ট। পাশাপাশি তিনি জাত্যভিমানে বিশ্বাসী ছিলেন বলে জনশ্রুতি আছে। তাঁর মৃত্যুর অনেক, অনেক ও অনেক পরে জার্মানির ক্ষমতায় আসেন হিটলার। হিটলার তাঁর গান ও অর্কেস্ট্রা অনেক পছন্দ করতেন। এমনকি ডাকাউ কন্সেন্ট্রেশন ক্যাম্পে তাঁর গান বাজানো হত। নাৎসিরা তাঁর গানকে 'জার্মান প্রাইড' এর অংশ মনে করত।তাঁর সব সৃষ্টিকর্মকে নাৎসিরা তাদের সাংস্কৃতিক সম্বল মনে করত।
তাই তো আজ এত বছর পর, ইসরাইলের অপেরা হাউজগুলোতে তাঁর সৃষ্টিকর্ম তথা গান বাজবে কিনা তা নিয়ে অনেক কথা। সাম্প্রতিক সময়ে অনেকে ইসরায়েলে এমন সংগীতচর্চা করতে উদ্যত হয়েছে কারণ তারা ভাবছে সৃষ্টিকর্ম রাজনীতির ঊর্ধ্বে। আবার অনেকেই একে হলোকাস্টের উপর চরম আঘাত হিসেবে ধরেছে।